• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ১১:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কুয়ালালামপুরে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।’

এ সময় মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন,‘বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, জ্বালানি এবং কৃষি খাতে বিনিয়োগকারীরা ব্যাপক সুফল পেতে পারেন।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সংকট সমাধানে আমরা আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করছি।’

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। সফরের প্রথম দিনেই এসব চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফর চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা