• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

পদ্মার পানি বেড়ে বিপাকে চরবাসী

   ১২ আগস্ট ২০২৫, ১০:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত

পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় রাজশাহীর বিভিন্ন চর প্লাবিত হয়েছে। এতে গবাদিপশু ও মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চরবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।   

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৩৯ মিটার, যেখানে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার মাত্র ০.৬৬ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ০.১৭ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই থেকে পদ্মায় পানি বাড়তে শুরু করে। এরপর কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে ফের পানি বাড়ার ধারা শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এর ফলে চরখিদিরপুরসহ আশপাশের বিভিন্ন চর প্লাবিত হয়েছে।

চরখিদিরপুরের বাসিন্দা মাসুদ বলেন, ‌‘পানি অনেক বেড়েছে। চরগুলো পুরোপুরি ডুবে গেছে। আমরা গবাদি পশু নিয়ে লোকালয়ে চলে এসেছি। তবে এখন গোখাদ্যের সংকটে আছি।’

একই এলাকার রাকিব জানান,  প্রতিদিনই পানির উচ্চতা বাড়ছে। মানুষজন নৌকায় করে মালপত্র ও পশু নিয়ে লোকালয়ে যাচ্ছেন। কেউ আত্মীয়স্বজনের বাড়িতে উঠেছেন, কেউবা ভাড়া বাসায়। গবাদি পশু আছে এমন পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে আছেন। 

পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সহিদুল ইসলাম বলেন, ‘পদ্মার পানি অনেক চরে ঢুকে পড়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। বিশেষ করে গবাদিপশু নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ‘

পাউবো’র গেজ রিডার এনামুল হক জানান, সোমবার সন্ধ্যায় পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমার মাত্র ০.৬৬ মিটার নিচে।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টি-বাঁধে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বাঁধের আশপাশ থেকে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে।

 

-ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই অবরোধ চলছে
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই অবরোধ চলছে
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ
পুলিশ হেফাজতে নির্যাতন, ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ