‘সুড়ঙ্গ ২’-শুটিংয়ের আগে নিশোর হাঁটুর অস্ত্রোপচার প্রয়োজন


জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড় পর্দায় আত্মপ্রকাশ করেন নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে। দুই বছর আগের সেই সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকমহলে। সর্বশেষ ঈদুল আজহার মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নিশোকে। সেই ছবিতেই ইঙ্গিত দেওয়া হয় ‘সুড়ঙ্গ ২’-এর।
তবে ভক্তদের সেই প্রতীক্ষার প্রহর আরও দীর্ঘ হতে চলেছে। কারণ, বর্তমানে হাঁটুর সমস্যায় ভুগছেন আফরান নিশো। যদিও তিনি এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, তবে অ্যাকশনধর্মী দৃশ্য ও দীর্ঘ সময়ের শুটিংয়ের জন্য তার পুরোপুরি ফিট থাকা জরুরি। এজন্য ‘সুড়ঙ্গ ২’-এর শুটিং শুরু হওয়ার আগে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে তাকে।
শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে নিজেই এই তথ্য জানান নিশো।
‘সুড়ঙ্গ ২’ সম্পর্কে প্রশ্ন করা হলে নিশো বলেন, ‘সুড়ঙ্গ-২ কবে আসবে সেটা পরিচালক রাফীই ভালো জানেন। তবে আমাকেও শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে একটা সার্জারি করানো লাগবে।’
মজা করে তিনি আরও বলেন, ‘এই কথাটা এর আগে কোথাও বলিনি, আজ প্রথম বললাম। এখন যদি সবাই ভাবে, ‘তোমার তো পা ভাঙা, তাহলে তো আর কাজ পাবা না!’
অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও শেয়ার করেন এই অভিনেতা। তিনি জানান, তার অভিনয়জীবনের শুরু হয়েছিল টিভি নাটকের মাধ্যমে। থিয়েটার বা মঞ্চনাটক থেকে নয়, টেলিভিশন নাটক করেই তিনি অভিনয় শিখেছেন।
নিশোর মতে, টিভি নাটক, মঞ্চনাটক ও সিনেমা-এই তিনটি মাধ্যমই আলাদা। প্রতিটির রয়েছে নিজস্ব ভাষা, কাঠামো এবং শেখার পদ্ধতি।
ভিওডি বাংলা/জা