মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!


জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের প্রেমের গল্প এখনও অনেক ভক্তের হৃদয়ে গেঁথে আছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের সফল পরিণতি টানেন এই জুটি-বিয়ের মাধ্যমে। বর্তমানে তারা গড়েছেন এক সুখী দাম্পত্য জীবন।
বিয়ের পর থেকে একসঙ্গে ঘুরেছেন বিশ্বের নানা প্রান্তে, পাশাপাশি ক্যারিয়ারেও ছড়িয়েছেন সাফল্যের আলো। রিল লাইফের মতোই তাদের রিয়েল লাইফও ভক্তদের কাছে এক মধুর গল্প হয়ে উঠেছে।
তাদের বিয়ের দিনটি যেমন ছিল স্মরণীয়, তেমনি আবেগঘন। সেই দিনের সাজ, মুহূর্ত আর ভালোবাসায় মোড়া আবহ ভক্তদের মনে আজও গেঁথে আছে। সম্প্রতি এই জুটির কিছু পুরনো মুহূর্ত আবারও এসেছে আলোচনায়-আর এর পেছনে রয়েছে বিশেষ এক কারণ।
বলিউডে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘সাইয়ারা’ নিয়ে মেতে উঠেছেন দর্শক। গভীর প্রেমের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে প্রেমিক-প্রেমিকার সম্পর্ককে এক অনন্য মাত্রায় দেখানো হয়েছে। দর্শকদের মুখে মুখে এখন 'সাইয়ারা' হয়ে উঠেছে ভালোবাসার নতুন নাম।
এই আবহে, এক ভক্ত তৈরি করেছেন একটি আবেগঘন ভিডিও-যেখানে মেহজাবীন ও রাজীবের প্রেমময় মুহূর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে ‘সাইয়ারা’র আবহ সংগীতের সঙ্গে। ক্যাপশনে লেখা, ‘মেহজাবীন তার সাইয়ারার সঙ্গে’, যেখানে রাজীবকে বোঝানো হয়েছে তার ‘সাইয়ারা’ হিসেবে।
ভিডিওটি নজর কেড়েছে মেহজাবীনেরও। উচ্ছ্বসিত হয়ে সেটি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে ছোট্ট একটি শব্দেই বুঝিয়ে দিয়েছেন তার অনুভূতি-‘AWW!’
এতেই স্পষ্ট, ভালোবাসায় ভরপুর এই দম্পতির প্রতি মুগ্ধতা যেমন আছে ভক্তদের, তেমনি তারাও ভালোবাসার এই প্রকাশে আপ্লুত।
ভিওডি বাংলা/জা