• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ১১:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে উদ্যোগী অন্তর্বর্তীকালীন সরকার। এই ধারাবাহিকতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া রওনা হবেন তিনি। সফরের দ্বিতীয় দিন, মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরকালে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ অন্তত পাঁচটি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে। এ ছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণসংক্রান্ত জটিলতা নিরসন, ব্যবসা-বাণিজ্য প্রসার, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানসহ আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো বিদেশি সরকারপ্রধান হিসেবে গত অক্টোবর মাসে ঢাকা সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সফর করছেন প্রধান উপদেষ্টা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি
এবার যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি
তদন্ত কমিশন গঠন করেছে সরকার
তদন্ত কমিশন গঠন করেছে সরকার
তামাক নিয়ন্ত্রণ আইন  সংশোধন অবশ্যই জরুরি: শারমীন এস মুরশিদ
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: শারমীন এস মুরশিদ