• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেনাপোল সীমান্তে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

য‌শোর প্রতি‌নি‌ধি    ৯ আগস্ট ২০২৫, ০৮:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ১টি পিস্তল ,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুল ইসলাম (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

শনিবার (০৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) বেনাপোলের পুটখালী বিওপির একটি টহলদল সীমান্তবর্তী উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টায় পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আক্তারুলকে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য