• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই যোদ্ধাদের সন্মান করতে তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ : আবু নাসের

নিজস্ব প্রতিবেদক    ৯ আগস্ট ২০২৫, ০৭:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জুলাই যোদ্ধাদের যথাযথ সন্মান করতে তারেক রহমান দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

শনিবার ( ৯ আগস্ট) বিকেল ৪ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকাবাসীর আয়োজনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানে বরিশাল বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুণরুদ্বারে যেসব ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে তাদেরকে যথাযথ সন্মান না দিলে গণতন্ত্রের পক্ষে ভবিষ্যতে কেউ জীবনবাজি রাখবে না। 

গণতন্ত্র টিকে না থাকলে একটি রাষ্ট্র উন্নত হতে পারে না। সেই কারনেই জুলাই ২৪ এর ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুথানে জীবন দিয়ে রক্ত দিয়ে বা অন্যকোনভাবে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে যথাযথ সন্মান জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। কারণ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুণরুদ্বারে  আন্দোলনে তারেক রহমান নিরলসভাবে পরিশ্রম করেছেন। যার সমাপ্তি ঘটেছে জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুথানের মাধ্যমে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ১ বছরে জুলাই গণঅভুথানে নিহত ও আহত এবং গুরত্বপূর্ণ অবদান কারীদের প্রকৃত মুল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এমনকি নিহত ও আহতসহ গুরুত্বপূর্ণ অবদান কারীদের সুষ্ঠু ও প্রকৃত কোন তালিকাও তারা করতে পারেনি।  

এখনো বহু আহত জুলাইযোদ্ধা অর্থের অভাবে বিনা চিকিৎসায় দিনানিপাত করছে। যা অত্যন্ত  দু:খজনক ও নিন্দনীয়। এর কারণ একটি সরকার পরিচালনার যে অভিজ্ঞতার প্রয়োজন 
স্বদিচ্ছা থাকলেও অভিজ্ঞতার অভাবে তারা এই কাজটি সম্পুর্ন করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন গোষ্ঠীর কু-পরামর্শ ও অনৈতিক চাপে জুলাই যোদ্ধাদের যথাযথ সন্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে বলেও জানান রহমাতুল্লাহ।

আহত জুলাই যোদ্ধা এস. এম রহমাতুল্লাহ সরদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য মো: জাহিদুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক মামুন সরদার গণী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, যুগ্ন সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জুলাই গণঅভ্যুথানে অবদান রাখা অসংখ্য নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
জনপ্রিয়তা বেড়েছে এনসিপির
জনপ্রিয়তা বেড়েছে এনসিপির
আইন করে শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে : রাকিব
আইন করে শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে : রাকিব