সৈয়দপুরে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর উপজেলার কাশিরামবেলপুকুর ইউনিয়ন বিএনপি র আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৯ আগস্ট) বিকালে সিপাইগন্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো প্রাঙ্গণ।
উদ্ধোধক ও প্রধান বক্তার বক্তব্যে তারা বলেন, “বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে নয়, এটি হচ্ছে মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য মোস্তাফিজুর রহমান মনির, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম প্রধান আশরাফ উদ্দিন আহম্মেদ রুবেল, কাশিরামবেলপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব চৌধুরীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সহ সভাপতি এসএম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী মন্টু, সৈয়দপুর উপজেলা বিএনপি র সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি র সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা তাতীদলের সদস্য সচিব জুয়েলসহ নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয় এবং কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে উপজেলার প্রতিটি ইউনিটে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ