• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনা

ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ নেত্রী

ঢাবি প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৮:০৭ পি.এম.
ছাত্রদলের হল শাখা কমিটিতে পদ পাওয়া সাবেক ছাত্রলীগ নেত্রী নিতু রানী সাহা। সংগৃহীত ছবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের হল শাখা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে চলছে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়া।

শুক্রবার (৮ আগস্ট) ঢাবির ১৮টি হল শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। শামসুন নাহার হল কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিতু রানী সাহাকে। জানা গেছে, তিনি পূর্বে একই হল শাখায় ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 সাবেক ছাত্রলীগ নেত্রী এখন ছাত্রদলের কমিটিতে

এই পদায়নকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ঢাবির শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে চলছে আলোচনা, সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপ।

ঢাবির শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ‘ছাত্রদল চাইলে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য আলাদা একটি কমিটি করতে পারে, যেখানে সব হলের সাবেক ছাত্রলীগ সদস্যদের স্থান দেওয়া হবে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্রসংগঠন। কমিটি গঠন প্রক্রিয়ায় একই পদের জন্য একাধিক যোগ্য প্রার্থীর নাম প্রস্তাবিত হলে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। ফলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নবনিযুক্ত কমিটিতে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে বা সদস্য ফরম ও কমিটি গঠনে তথ্য গোপন করে থাকলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার
গণধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
চলমান সংকট নিরসনে আলোচনায় বসছে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারীরা
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন