• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদদের আত্মত্যাগে দ্বিতীয় স্বাধীনতা এসেছে

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পি.এম.
গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান । সংগৃহীত ছবি

গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে জনগণকে রক্ষা করেছিলেন। তাদের আত্মত্যাগ দেশের জন্য এক ঐতিহাসিক অবদান, যা জাতিকে কখনো ভুলে যাওয়া উচিত নয়।

শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে “জুলাই স্মৃতি উদ্যান”-এ নির্মাণাধীন স্মৃতিস্তম্ভ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, “আমরা শহীদদের কাছে ঋণী। তাদের মর্যাদা রক্ষা এবং স্মৃতি সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব। তাদের আত্মত্যাগের মাধ্যমেই দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তাদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের সারাজীবন স্মরণ করতে হবে।”

তিনি আরও জানান, সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেও কাজ করে যাচ্ছে।

স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর উপদেষ্টা যান নগরীর অক্সিজেন এলাকায়, যেখানে অতিবৃষ্টির কারণে একটি সেতু ধসে পড়েছে। সেখানে উপস্থিত জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের তিনি দ্রুততার সঙ্গে সেতু পুনর্নির্মাণের নির্দেশ দেন। সেইসঙ্গে পথচারী ও স্থানীয় জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কৃতির মাধ্যমে সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক : রিজওয়ানা হাসান
সংস্কৃতির মাধ্যমে সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক : রিজওয়ানা হাসান
৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
ফর্মুলা দুধ নয়, মাতৃদুগ্ধ খাওয়ানোর পরামর্শ নূরজাহান বেগমের
ফর্মুলা দুধ নয়, মাতৃদুগ্ধ খাওয়ানোর পরামর্শ নূরজাহান বেগমের