• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তুচ্ছ ঘটনায় খুন হলেন হুমা কুরেশির ভাই

   ৮ আগস্ট ২০২৫, ০২:০৮ পি.এম.
হুমা কুরেশি ও তার চাচাতো ভাই আসিফ কুরেশি। সংগৃহীত ছবি

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক তুচ্ছ বিরোধ প্রাণ কাড়লো বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশির। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকার জঙ্গপুরা ভোগাল বাজার লেনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সামনে স্কুটার পার্কিং নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আসিফের কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই সেই বিবাদ ভয়ংকর রূপ নেয়। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আসিফের ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী গণমাধ্যমকে জানান, “আমার স্বামী কাজ শেষে বাড়ি ফিরে দেখেন বাড়ির সামনে একটি স্কুটার রাখা। সরাতে বলায় প্রতিবেশীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।”

আসিফের পরিবার আরও জানায়, অভিযুক্তদের সঙ্গে পূর্বেও পার্কিং নিয়ে বিরোধ হয়েছিল, তবে তা কখনো সহিংসতায় গড়ায়নি।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, ঘটনার বিস্তারিত তদন্তে প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ
ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!
মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!