• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আদালতের হাজতখানায় বাবার কোলে শিশু, আইনে কী আছে?

হবিগঞ্জ প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ১০:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের হবিগঞ্জে আদালতের হাজতখানায় অভিযুক্ত ব্যক্তির কোলে তার নবজাতক শিশু সন্তানের একটি ছবিকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মানবিক বিষয় নিয়ে এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা।

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান অবশ্য দাবি করেছেন, হাজতখানায় অভিযুক্তের কাছে বাচ্চাকে দেওয়ার জন্য বা ছবি তোলার জন্য নয় বরং ওই দুই সদস্যকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, আদালতে হেফাজতে থাকাকালীন তার কাছে কোনো কিছু দেওয়া বা ছবি তোলা নিষেধ। নিউবর্ন (নবজাতক) বেবিকে বাবা দেখতে পারে, এটা খুবই মানবিক বিষয়। একটু উল্টা করে বলি আজকে এটা যদি বেবি না হয়ে বিষের বোতল, বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র হতো? তার মানে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা সব দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

এই পুলিশ কর্মকর্তার দাবি, বাচ্চার বিষয়টি খুবই মানবিক বিষয়। এ নিয়ে পুলিশের কোনো আপত্তি নেই।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
মিরপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
নবাবগঞ্জ ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা