• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৮ দফা দাবি আদায়ে

পরিবহন মালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘটের হুঁশিয়ারি

চট্টগ্রাম প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পি.এম.
চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ধর্মঘটের হুঁশিয়ারি। সংগৃহীত ছবি

বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর করার পাশাপাশি আরও সাতটি দাবি জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আগামী ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোডের হোটেল সৈকতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ।

সমাবেশে কফিল উদ্দিন বলেন, “আমরা যোগাযোগ উপদেষ্টার কাছে আট দফা দাবি জানিয়েছি। তিনি দুটি দাবি মানার আশ্বাস দিয়েছেন। তবে আমরা স্পষ্ট করেছি, সব দাবি মানতেই হবে। আগামী ১১ আগস্ট বিকেলের মধ্যে দাবি পূরণ না হলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে।”

তিনি আরও বলেন, “সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ও ১০৫ ধারা অনুযায়ী দুর্ঘটনার দায়ে চালকের জামিন না পাওয়ার বিধান রয়েছে, যা নাগরিক অধিকার বিরোধী। আদালত জামিন দেবে কি না, তা নির্ধারণ করার অধিকার সংবিধান দিয়েছে। এই ধারাগুলো সংশোধন করা আবশ্যক।”

আট দফা দাবি:

১. সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধন।
২. পুরোনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা এবং ততদিন পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা।
৩. বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের হারে পুনর্বহাল করা।
৪. বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহনের আমদানির সময়সীমা ৫ থেকে ১২ বছর করা।
৫. দুর্ঘটনাকবলিত যানবাহন ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা।
6. মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন।
৭. মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা।
৮. ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন।

সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি মোরশেদুল আলম কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির খান, একরামুল করিম ও হুমায়ুন কবির সোহেল।

সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে এবং ধর্মঘট থেকে পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা
অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা
ঢাকায় জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
ঢাকায় জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে প্রধান উপদেষ্টা
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে প্রধান উপদেষ্টা