• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

সঙ্গীত ও নৃত্য

৫ আগস্টের কনসার্টে ‘অশালীন’ শব্দ ব্যবহার: আসিফ

বিনোদন ডেস্ক    ৭ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পি.এম.
সংগীতশিল্পী আসিফ আকবর-ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ছিল গত মঙ্গলবার (৫ আগস্ট)। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক বিশেষ কনসার্টের আয়োজন করা হয়, যা বিটিভিতে সরাসরি সম্প্রচারিত হয়।

তবে কনসার্টের একটি অংশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গতকাল বুধবার (৬ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিটিভির লাইভ সম্প্রচারের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, কিছু শিল্পী গান পরিবেশনের সময় অশালীন ইংরেজি শব্দ ব্যবহার করেন। এক শিল্পীকে বারবার 'ফাকিং' শব্দটি উচ্চারণ করতে শোনা যায়, যা অনেক দর্শকের কাছে অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মনে হয়েছে।

রাষ্ট্রীয় চ্যানেলে এমন ভাষা ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিটিভির মতো একটি জাতীয় সম্প্রচারমাধ্যম কীভাবে এ ধরনের কনটেন্ট প্রচার করল।

এই প্রসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় তার ফেসবুকে লিখেছেন, ‌‘হিপহপের নামে অসভ্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না।’ স্ট্যাটাসের শেষে তিনি সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘সাধু সাবধান’।

তার এই মন্তব্যে অনেক ভক্ত-অনুরাগী একমত পোষণ করেছেন।

একজন সামাজিকমাধ্যম ব্যবহারকারী কামরুল হাসান মন্তব্য করেন, ‘অপসংস্কৃতি বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয়নি। হয়তো তারা বুঝেওনি, লিরিক্স কেমন হতে পারে। জুলাই স্পিরিট তো আছেই, কেইবা রিস্ক নেবে?

এ নিয়ে মত দিয়েছেন সংগীতশিল্পী সিথি সাহাও।

অন্যদিকে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মানিক মিয়া অ্যাভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। একদল শিল্পী এমন ইংরেজি শব্দ উচ্চারণ করেছে, যা প্রকাশ্যে বলা অনুচিত। প্রশ্ন হলো-এই মানের কনটেন্ট কীভাবে উন্মুক্ত কনসার্টে জায়গা পেল?’

বিষয়টি নিয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অনেকে মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”