• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

চট্টগ্রামে ভারী বর্ষণে ব্রিজ ধসে যান চলাচলে বিঘ্ন

স্টারশিপ এলাকায় সড়কের একপাশ বন্ধ, ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন

চট্টগ্রাম প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ১১:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টানা বর্ষণে নগরীর অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় একটি ব্রিজ ধসে পড়েছে।  বুধবার (৬ আগস্ট)  দিবাগত রাতের ভারী বৃষ্টিতে পানির প্রবল ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে সড়কের একপাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বর্তমানে ঝুঁকি নিয়ে অপর পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল করছে। নিরাপত্তার জন্য সড়ক ভেঙে যাওয়া অংশে লাল ফিতা দিয়ে বেষ্টনি তৈরি করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।

সরেজমিনে দেখা গেছে, ধীরগতির যান চলাচলের কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে তারা।

বর্ষণের ফলে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও স্কুলগামীরা। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় নগরবাসীদের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

এ বিষয়ে এসআই সামশুল আলম বলেন, “সড়ক ধসে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে দায়িত্ব পালন করছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত