• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একই পরিবারের ৭ জন নিহত

আহাজারি থামছে না, স্বজনদের দাবি চালককে গ্রেপ্তার

বেগমগঞ্জে (নোয়াখালী) প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ১০:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের সাতজন নিহত হওয়ার ঘটনায় স্বজনদের আহাজারিতে ভেঙে পড়েছে গোটা গ্রাম। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।    

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতদের কবরে দাঁড়িয়ে লিপি আক্তার কান্না জড়িত কণ্ঠে ডাকছিলেন তার ছোট বোন ও ভাগনিকে।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আব্দুর রহিম বলেন, ‌‘আমার স্ত্রী, শ্বাশুড়ি, তিন নাতনি ও দুই পুত্রবধূ মারা গেছে। চালক ঘুমিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। সে পানিতে পড়ে যাওয়া গাড়ি থেকে নিজে বের হয়ে পালিয়ে যায়, আমাদের কারও সহায়তা করেনি।’

তিনি আরও বলেন, ‘আমার দুই ছেলে বিদেশ থেকে ফিরছে। তারা এলে মামলা করব। কোনোভাবেই চালককে ছাড় দেওয়া হবে না।’

প্রবাস ফেরত বাহার উদ্দিন, আব্দুর রহিম ও ইস্কান্দার মির্জা জানান, মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বাহারকে আনতে পরিবারে ১১ সদস্য মাইক্রোবাসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ফেরার পথে বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর চন্দ্রগঞ্জ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পাশে খালে পড়ে। দুর্ঘটনার সময় গাড়িটি তাৎক্ষণিক ডুবে না গেলেও ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। চালক রাসেল লক না খুলে কেবল জানালার কাঁচ নামিয়ে নিজে বের হয়ে পালিয়ে যায়।

নিহতরা হলেন-কবিতা আক্তার (২৪), মীম আক্তার (২), রেশমা আক্তার (৯), লামিয়া ইসলাম (৮), মোরশেদা বেগম (৫০), ফয়জুন নেছা (৭০), লাবনী আক্তার (২৫)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী কাশারি বাড়ির বাসিন্দা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘পরিবার মামলা করলে আমরা সহযোগিতা করব। না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, বুধবার বিকেলে জানাজা শেষে ছয়জনের দাফন করা হয় চৌপল্লী কাশারি বাড়ির পারিবারিক কবরস্থানে। ফয়জুন নেছাকে দাফন করা হয় তার গ্রামের বাড়ি হাজিরপাড়ায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির