• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুরে সীমান্তে ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

শেরপুর প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০৮:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শেরপুর জেলার নালিতাবাড়ি  উপজেলাধীন রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে বিপুল পরিমাণ  ভারতীয় মোবাইল ডিসপ্লে   আটক করেছে  বিজিবি। বুধবার ৬আগস্ট   ২০২৫ ভোরে  ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মায়াকাশি নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টা করে। 

গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির একটি টহল দল  অভিযান পরিচালনা করে ২৫৭২পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মোটরসাইকেল  আটক  করতে সক্ষম হয়। আটককৃত পণ্যের  আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৩১,৬০০০০( এক কোটি একত্রিশ লক্ষ ষাট হাজার ) টাকা বলে জানিয়েছে বিজিবি।

তবে অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে  জানিয়েছেন ময়মনসিংহ( বিজিবি৩৯) ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির