তফসিলের আগে লটারিতে এসপি-ওসিদের পদায়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে লটারির মাধ্যমে পদায়ন করা হবে।
বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগে এসপি ও ওসিদের লটারির মাধ্যমে পদায়ন করা হবে। এতে করে পক্ষপাতের সুযোগ থাকবে না।’
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। তাদের সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা হবে যেন তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন।
ভিওডি বাংলা/জা