• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কসম খেয়ে বলছি এই দেশে আর দূর্নীতি হতে দেব না : তালুকদার

মাদারীপুর প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০৪:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কৃতি সন্তান শহীদ মুগ্ধ, তাওহীদ ও রোমানের রক্তের কসম খেয়ে বলছি এই দেশে আর দূর্নীতি হতে দেব না।  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর -৩ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব আনিসুর রহমান খোকন তালুকদার  বলেছেন, গণ অভ্যুত্থানের একক দাবীদাররা গণ অভ্যুত্থানের বার্ষিকী উদযাপন রেখে কক্সবাজারে “অবকাশ“ এ কেনো জাতি জানতে চায়। তিনি বলেন গণতন্ত্রের উত্তরণে নতুন কোনো চক্রান্তের জাল কেউ বুনতে চাইলে, সে বা তারা যেই হউন না কেন জনগণ তাদের প্রতিহত করবে। 

বুধবার (৬ আগষ্ট) সকালে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাদারীপুর জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও অংগসংগঠন আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদারীপুর জেলার পৌর মুক্তমঞ্ছে এই সমাবেশে চব্বিশের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল জাতীয় ও দলীয় এবং রঙ বেরঙের পতাকা, ফেস্টুন, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানসহ গণ অভূয়ত্থানের শহীদদের ছবি নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্ছ মাঠে যেয়ে শেষ হয়। 

বিজয় মিছিল পূর্ব সমাবেশে, খোকন তালুকদার বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে বাধাঁ সৃষ্টিকারীরা দেশ ও জনগণের বন্ধু হতে পরে না । তিনি গণ ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন ইতিহাসের নিকৃষ্ট ফ্যসিবাদী হাসিনার পতন ও পালায়নের মধ্য দিয়ে হাজারও শহীদের জীবনের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল তা গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্যে ও সমন্বয়হীনতার কারণে যেনো ম্লান না হয়। 

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী জাফর আলী মিয়া এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মরাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর -৩ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী, মানুষের জনপ্রিয় ব্যক্তি  আলহাজ্ব আনিসুর রহমান খোকন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

এছাড়াও বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, মর্তুজা আলম ঢালী, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা যুবদলের সভাপতি মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার। অন্যান্যের মধ্যে  জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খান,মোঃ শহিদুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য