• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নয়া পল্টনে বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের জমায়েত

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ০৪:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের বর্ষপূতি উপলক্ষে মাসব্যাপী উদযাপনের অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) সারা দেশের মহানগর র‌্যালি করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি হবে। ইতোমধ্যে নয়া পল্টনে নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়েছে। আশেপাশের সড়কে ছড়িয়ে পড়েছে গাড়িজট।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়া পল্টনের সড়কটির একপাশ বন্ধ হয়ে গেছে। 

বিকাল সাড়ে তিনটা-নাগাদ র‌্যালি শুরু হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্হায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমেদ। কর্মসূচিতে বিএনপির মহানগরের নেতারাও অংশ নেবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ