পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে ২ সহস্রাধিক রোগীর চোখের চিকিৎসা


মানবসেবার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প।
জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের আয়োজনে ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান এবং দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে এ মহতি উদ্যোগ বাস্তবায়িত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়।
সাইটসেভার্সের অর্থায়নে এবং ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের নিয়ে গঠিত ১২ সদস্যের একটি মেডিকেল টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ছানি রোগীদের বাছাই করে পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়। অপারেশনের পর রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও কালো চশমাও বিতরণ করা হবে।
এটি এ যাবতকালের পাইকগাছায় অনুষ্ঠিত সবচেয়ে বড় চক্ষু চিকিৎসা ক্যাম্প। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার আলদীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, ছাত্রদল সভাপতি সরজিৎ ঘোষ দেবেন, বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, মাসুদুজ্জামান বাবু, তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, তানভীর আলম, মহিলা দলের নেত্রী চুমকি ও মীর শাফায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ জনগণ ফ্রি চোখের পরীক্ষা, চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ, ওষুধ ও চশমা এবং ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন। দৃষ্টিশক্তি হারানো রোগীদের জন্য ক্যাটারাক্ট অপারেশনের পাশাপাশি (আইএলও) লেন্স স্থাপনের ব্যবস্থাও রাখা হয়। রোগী বাছাইয়ে ফ্রি প্রেশার, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ প্রাথমিক স্ক্রিনিং করা হয়। এতে পাঁচ শতাধিক রোগীকে চূড়ান্তভাবে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
আনোয়ার আলদীন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি। অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। এই উদ্যোগে সাধারণ মানুষের সাড়া পেয়ে আমরা অত্যন্ত উৎসাহিত।’
চিকিৎসা নিতে আসা এক রোগী আনোয়ারা খাতুন বলেন, ‘চোখে সমস্যা ছিল, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। আজ ক্যাম্পে এসে ডাক্তার দেখালাম, অপারেশনের সুযোগও পেলাম। এ উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদ। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।’
উল্লেখ্য, আনোয়ার আলদীন দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নানান দাতব্য, কল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে নির্মিত হয়েছে জামে মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, ক্লিনিক, রাস্তা ও ড্রেনেজ ইত্যাদি।
রাজনৈতিক দুর্বৃত্তদের দখলে থাকা ১০ কিলোমিটার দীর্ঘ সরকারি নাছিরপুর খাল দখলমুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার মতো ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তিনি।
এছাড়াও শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, কোরবানিতে গরিবদের মাঝে মাংস সরবরাহ ও ঈদে খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে পরিচালনা করে আসছেন।
ভিওডি বাংলা/ জা