• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারী বৃষ্টিতে ডুবলো সড়ক, আটকা কয়েকশ’ পর্যটক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ১১:২১ এ.এম.
সাজেক সড়কে পানি, ভেলায় পারাপার-ছবি সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজার এলাকায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক-খাগড়াছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সড়কটিতে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ডুবে যাওয়ার কারণে সাজেক পর্যটন এলাকায় আটকে পড়েছেন কয়েকশ’ পর্যটক। পানি সরে না যাওয়া পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে হচ্ছে। তবে অনেকেই বাঁশের ভেলা ও নৌকার সাহায্যে বিকল্প উপায়ে পারাপার হচ্ছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, সড়কের উপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি রয়েছে, যার কারণে গাড়ি চলাচল একেবারেই অসম্ভব।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, “অনেক পর্যটক ভেলা বা নৌকা ব্যবহার করে পার হচ্ছেন। যাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন, তাঁরা আবার সাজেকে ফিরে গেছেন। পানি সরে গেলে যান চলাচল স্বাভাবিক 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ
রামেক হাসপাতালের মৃতদেহ নিয়ে মাইক্রোবাস চালকদের বাণিজ্য
রামেক হাসপাতালের মৃতদেহ নিয়ে মাইক্রোবাস চালকদের বাণিজ্য
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী