জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। এ উপলক্ষে আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন এবং দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উপস্থাপন করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হবে।
এর আগে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে ঘোষণা এসেছে, তাকে বিএনপি ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
ভিওডি বাংলা/জা