ঢাবিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন, বিক্ষোভে সরাতে বাধ্য শিবির


জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রশিবির ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত নেতাদের ছবি প্রদর্শন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রদর্শনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি স্থান পায়। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বামপন্থি ছাত্র সংগঠন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা ছবিগুলো অপসারণের দাবি জানায়।
বিক্ষোভের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে প্রক্টরিয়াল টিমের সদস্যদের নিয়ে ছবি সরিয়ে ফেলেন। তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এবং শিবিরের সম্মতিতে ছবিগুলো সরানো হয়েছে।
ছাত্রশিবিরের পক্ষ থেকেও জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে এবং সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাদের সম্মতিতেই প্রদর্শনীটি প্রত্যাহার করা হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ