ফুলবাড়ীতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ অনুষ্ঠিত


ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে ফুলবাড়ী উপজেলা বিএনপির আনন্দ রেলি ও সমাবেশ।
১৬ ই জুলাই কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয় আর ৫ই আগষ্ট স্বৈরাচার পতনের মাধ্যমে শেষ হয় চব্বিশের গণঅভ্যুত্থান। ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আনন্দ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে উপজেলা বিএনপি। ৫ আগস্ট বিকাল ৩ টায় ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি মিছিল ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে জমায়েত হয়।উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহাবুব মিয়া।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ।
এসময় জুলাই - আগষ্টের স্মৃতিচারন করেন বক্তারা। বক্তারা বলেন ফ্যাসিবাদী সংগঠনের নেতা-নেত্রীদের জায়গা এই বাংলায় হবে না।
ভিওডি বাংলা/ এমএইচ