• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সহজ উপায় এখনো  সচেতন নন আয়কর বা ট্যাক্স রিটার্ন বিষয়ে অনেকেই। না বোঝার কারণে ঠিকমতো অনেকের মধ্যেই আয়কর নিয়ে একটি অজানা ভয় কাজ করে। অথচ নাগরিক হিসেবে আয়কর প্রদান শুধু দায়িত্ব নয়, বরং এটি যথাসময়ে করলে ভবিষ্যতে নানা সুবিধাও পাওয়া যায়।

রিটার্ন দাখিল বাধ্যতামূলক বাংলাদেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) থাকলে, এমনকি যদি আপনার করযোগ্য আয় না-ও থাকে, তবুও ‘জিরো রিটার্ন’ জমা দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে জরিমানা বা অন্যান্য সমস্যা হতে পারে। জমি রেজিস্ট্রেশন, ইউটিলিটি সংযোগ, ক্রেডিট কার্ডসহ ৪৪টি সরকারি-বেসরকারি সেবা পেতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

কারা পাবে ছাড়?
২০২৫ কর বছরে চার শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে:

. ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা

. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা

. বিদেশে অবস্থানরত বাংলাদেশি

. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত জটিলতায় কেউ অনলাইনে রিটার্ন দিতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর অফিসে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে লিখিত আবেদন করলে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

কবে জমা দেবেন?
প্রতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর-এই পাঁচ মাস বিনা জরিমানায় রিটার্ন দাখিল করা যায়। তাই এখনই সময় প্রস্তুতি নেওয়ার।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ:
. জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) ওয়েবসাইটে যান: https://etax.nbr.gov.bd

. সেখানে থাকা ‘Guideline’ অপশন থেকে নিয়মাবলি পড়ে নিন।

. ই-রিটার্ন অপশন নির্বাচন করুন।

রেজিস্ট্রেশন করুন:

. টিআইএন, মোবাইল নম্বর ও ক্যাপচা দিন

. মোবাইলে আসা OTP দিয়ে পাসওয়ার্ড সেট করুন

. অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন

ব্যক্তিগত তথ্য পূরণ করুন: ঠিকানা, পেশা, আয়, ব্যয়, সম্পদ ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।

রিটার্ন সাবমিশন অপশনে যান: রেগুলার ই-রিটার্ন সিলেক্ট করে পর্যায়ক্রমে ফর্ম পূরণ করুন। করযোগ্য আয় না থাকলে "জিরো রিটার্ন" সাবমিট করুন।

সার্টিফিকেট ও স্লিপ ডাউনলোড করুন: রিটার্ন জমা দেওয়ার পর হোমপেজ থেকে স্লিপ ও সার্টিফিকেট ডাউনলোড করে সংরক্ষণ করুন।

যাদের কর দিতে হবে তারা পেমেন্ট করুন: "Pay Now" অপশনে গিয়ে অনলাইনে কর পরিশোধ করুন।

সতর্কতা: সময়মতো রিটার্ন জমা না দিলে জরিমানা এবং ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে জটিলতা হতে পারে। তাই দেরি না করে এখনই অনলাইনে রিটার্ন জমা দিন।

ভিওডি বাংলা/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিত্যপণ্যের বাজারে আগুন, বেড়েছে ডিম-পেঁয়াজের দাম
নিত্যপণ্যের বাজারে আগুন, বেড়েছে ডিম-পেঁয়াজের দাম
বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বেড়েছে দেশের মূল্যস্ফীতি
বেড়েছে দেশের মূল্যস্ফীতি