• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে ৮০ পিস ট্যপেনডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়া প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৪:১১ পি.এম.
ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে  ৮০ পিস ট্যপেনডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া র‌্যাব- ১২।

সোমবার (৪ আগষ্ট) রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের সিন্দাহ গ্ৰাম থেকে ৮০ পিস ট্যপেনডল ট্যাবলেট সহ আল আমিন (২৮) ও পারভেজ (৩০) কে আটক করা হয় ‌।

আটককৃতরা হলেন , আল আমিন চাপড়া ইউনিয়নের সিন্দাহ গ্ৰামের মৃত- আব্দুল হামিদের ও একই গ্ৰামের মৃত- হাবিব এর ছেলে মোঃ পারভেজ।

থানা পুলিশের তথ্য মতে জানা যায়, সোমবার রাতে কুষ্টিয়া র‌্যাব- ১২ আভিযানিক  একটি দল  গোপন তথ্যের ভিত্তিতে চাপড়া ইউনিয়নের বাঁধ বাজারে অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী আল আমিন কে ও পারভেজ কে গ্রেফতার করে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৮০ পিস ট্যপেনডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুমারখালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, কুষ্টিয়া র‌্যাব-  ১২ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আল আমিন ও পারভেজ কে আটক করে  থানায় সোপর্দ করেছে।  আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত