• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

স্বামীর সঙ্গে ছবি প্রকাশের পর মুখ খুললেন বুবলী

বিনোদন ডেস্ক    ৫ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পি.এম.
শবনম বুবলী - ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে তাদের সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সময় তোলা কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এই তারকা জুটিকে দেখা যায় একসঙ্গে, স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে।

ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে ঘিরেও উঠতে থাকে বিভিন্ন প্রশ্ন। যদিও শুরুতে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অপু, পরে এক অনুষ্ঠানে তিনি জানান, ১৫ জুন তার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসেই তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

এদিকে, শাকিব-বুবলীর একসঙ্গে থাকার ছবিগুলোতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। তাদেরই একজন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ৩ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাকিব, বুবলী ও বীরের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন:

“শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর-অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এল। কিছু সম্পর্কের টান এমনই হয়, সময়, দূরত্ব ও নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দু’টি মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল। এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে-আগের চেয়ে একটু বেশি শান্ত, পরিণত, আপন ও ভালোবাসার আর সম্মানের। সন্তান বীরের জন্য এটা হবে এক অমূল্য স্মৃতি।”

তিনি আরও লেখেন, ‘জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই সন্তানের সঙ্গে মা-বাবার একসাথে থাকা-এটাই শান্তি দেয় যেকোনো স্বাভাবিক মানুষকে। এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক শুভ কামনা তোমাদের জন্য-বিশেষ করে ছোট্ট বীরের জন্য।’

চয়নিকার এই আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলীও। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য মন্তব্য। মন্তব্যে বুবলী লেখেন, আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কীভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সবসময় দোয়া ও ভালোবাসা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে
এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’