• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার করা যাবে না: এনসিপি

শেরপুরে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদর (শেরপুর) প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ১১:৪৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজের পাশে রাস্তার ধারে একটি গাছে বাঁধা অবস্থায় হোসেন আলী (১৫) নামে এক কিশোর অটোরিকশা চালকের গলায় রশি প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত হোসেন আলী গাজিরখামার ইউনিয়নের চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে। সে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রোববার আসরের নামাজের পর হোসেন আলী অটোরিকশা নিয়ে ভাড়ায় যাত্রী নিতে বাড়ি থেকে বের হয়। রাত গভীর হলেও সে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে রাস্তার পানিতে একটি টিশার্ট ভাসতে দেখে মনিরাজ নামে এক তরুণের সন্দেহ হয়। সে চিৎকার করলে স্থানীয়রা সেখানে গিয়ে একটি গাছে বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান।

খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে জড়িতদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। পরে সেই অটোরিকশাটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া বাজারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলেও জানা গেছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো। জুবায়দুল আলম বলেন, "আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে এবং পরবর্তীতে একটি মামলা দায়ের করা হবে।"

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান।

ভিওডি বাংলা-মো. মাকসুদুর রহমান রোমান/ জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক প্রতিহিংসায় দুই ক্লিনিকে ভাঙচুর
রাজনৈতিক প্রতিহিংসায় দুই ক্লিনিকে ভাঙচুর
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন