• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছেলে-মেয়েসহ রাঙ্গার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৯:৫০ পি.এম.
মশিউর রহমান রাঙ্গা। ছবি-সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী এবং রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন সংস্থার পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদ-পদবি ব্যবহার করে প্রভাব খাটিয়ে ভিন্ন কোনো উৎস থেকে বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মশিউর রহমান রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার জন্য তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হন্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে যেনে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
মেজর সাদিকের স্ত্রী জাফরিনের আদালতে স্বীকারোক্তি
মেজর সাদিকের স্ত্রী জাফরিনের আদালতে স্বীকারোক্তি
তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের জবানবন্দি
তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের জবানবন্দি