• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২ তরুণ শিল্পীর সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০১:৩১ পি.এম.
কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা-ছবি সংগৃহীত

 

রবীন্দ্রসংগীতে যুগের পর যুগ একক আধিপত্য ধরে রেখেছেন কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার ভিন্ন এক পরিবেশনায় দুই তরুণের সঙ্গে জুটি বাঁধলেন তিনি।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস সামনে রেখে সম্প্রতি প্রকাশিত হয়েছে রবীন্দ্রসংগীত ‘শ্রাবণের ধারার মতো’-যার সঙ্গে মিশে আছে ‘বিথিকা’ ও ‘গীতাঞ্জলি’ থেকে নির্বাচিত কবিতার পঙ্‌ক্তিমালা। গানটিতে কণ্ঠ দিয়েছেন বন্যা ও তরুণ শিল্পী স্বপ্নীল সজীব। আবহবাচনে কবিতা পাঠ করেছেন বাচিকশিল্পী সামিউল ইসলাম পোলাক।

গানটি প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গানটি গাওয়ার সময় মনে হয়েছিল, যেন নিজের ভেতরে এক স্তব্ধ প্রার্থনা জেগে উঠছে। রবীন্দ্রনাথ কেবল সুরের কবি নন, তিনি হৃদয়ের স্তব্ধতারও কবি। আমরা এই সংগীতচিত্রে সেটাই প্রকাশ করতে চেয়েছি। শ্রাবণ মানেই এক ধ্যান, এক অর্ঘ্য। গভীর শ্রদ্ধায় গানটি কবিগুরুকে নিবেদন করলাম।’

৩ আগস্ট ইউটিউবে প্রকাশিত সংগীতচিত্রটির ভাবনা ও সৃজন নির্দেশনা দিয়েছেন স্বপ্নীল সজীব। সংগীতায়োজন করেছেন নীলাঞ্জন ঘোষ।

স্বপ্নীল বলেন, ‘আমি চাইছিলাম শ্রোতারা গানটি শুধু শুনবেন না, বরং অনুভব করবেন। শ্রাবণের ধারার মতো যে ভেজা-কান্না-সেই অনুভবটি যেন প্রকাশ পায় শব্দ, সুর ও কবিতায়। বন্যাদির সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি।’

রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের সংগীত জগতে এক অনন্য নাম। স্বাধীনতা পদক ও ভারতের পদ্মশ্রীপ্রাপ্ত এই শিল্পী রবীন্দ্রসংগীতে এনেছেন আধুনিকতার ছোঁয়া।

তরুণ শিল্পী স্বপ্নীল সজীবও নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রসংগীতকে তুলে ধরছেন নতুন আঙ্গিকে। তিনি ইতোমধ্যে পেয়েছেন ভারতের টেলি সিনে অ্যাওয়ার্ড, দুবাইয়ের গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড এবং নেপালের ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ড। জাতিসংঘের যুব প্রতিনিধি অনুষ্ঠানে আমন্ত্রিত এই শিল্পী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলার প্রতিনিধিত্ব করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ
ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!
মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!