• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলোও তুলে ধরুন: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ১২:৪২ পি.এম.
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-ছবি সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকারের উন্নয়নমূলক ও সংস্কারমূলক উদ্যোগগুলোর প্রশংসা করা যেমন জরুরি, তেমনি গঠনমূলক সমালোচনাও প্রয়োজন।’

সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, ‘সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক দিক না দেখে ভালো দিকগুলোর প্রতিও দৃষ্টি দিতে হবে।’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ইতিবাচক সুনাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সুনাম ধরে রাখা জরুরি। আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু নেতিবাচক দিকই তুলে ধরেন। অথচ ইতিবাচক পরিবর্তনের দিকেও নজর দেওয়া প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এটা ঠিক, সরকারের কোনো ভুল নেই- এমনটা বলছি না। সমালোচনা অবশ্যই প্রয়োজন, যাতে ভুলগুলো সংশোধন করা যায়।’

অনুষ্ঠানে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ‘ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে ধাক্কা: তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত