• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেলওয়ের সাড়ে ৩ কোটি টাকা আটকে আছে ঠিকানার অভাবে

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ১১:৫৯ এ.এম.
ছবি- ভিওডি বাংলা

সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহণ শাখায় বাংলাদেশ রেলওয়ের প্রায় সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণের অর্থ দুই বছর ধরে অযথা পড়ে আছে। রেল কর্তৃপক্ষের দাবি, অধিগ্রহণ প্রসঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মকর্তা আকবর হোসেন জানান, রেলওয়ের প্রায় ১৬ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। এর বিপরীতে পৃথক ৬টি নোটিশে প্রায় সাড়ে তিন কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে, যা আজও রেলওয়ে কর্তৃপক্ষ উত্তোলন করেনি।

জানা গেছে, ২০২৩ সালের ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুইচিং মং মারমার স্বাক্ষরিত একাধিক নোটিশ বাংলাদেশ রেলওয়ের উদ্দেশে জারি করা হয়। এতে ২০১৭ সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন অনুযায়ী, ১৭ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে স্ট্যাম্পসহ হাজির হয়ে টাকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নোটিশে প্রাপকের সুনির্দিষ্ট ও পূর্ণ ঠিকানা না থাকায় তা কোথাও পৌঁছায়নি। যথাযথভাবে রেলওয়ে পাকশি, রাজশাহী, ঢাকা অথবা রেল মন্ত্রণালয়- এসব নির্দিষ্ট ঠিকানা উল্লেখ না করায় সমস্যা তৈরি হয়েছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে রেলওয়ের উল্লাপাড়া কানুনগো আবু বক্কার জানান, তিনি নতুন যোগ দিয়েছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। রেলওয়ে পাকশির ভূমি কর্মকর্তা আরিফও একই রকম মন্তব্য করেন।

সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহীন মিয়া জানান, নোটিশ পাঠানো হলেও রেলওয়ে এখনও টাকা উত্তোলন করেনি। শিগগিরই আবারও যথাযথ ঠিকানাসহ নতুন নোটিশ পাঠানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সিরাজগঞ্জে রেলওয়ের প্রায় ৫৪৫ একর জমির মধ্যে মাত্র ২ একরের রাজস্ব আদায় হয়। জেলার উল্লাপাড়া, কামারখন্দ ও সিরাজগঞ্জ শহরের রেলইয়ার্ড ও দোকানপাট থেকে বছরে গড়ে মাত্র ২৫ লাখ টাকা রাজস্ব ওঠে। অথচ বানিজ্যিক হারে ১ একর জমির রাজস্ব মাত্র ৪৫ টাকা হিসেবে নির্ধারিত থাকায় রেলওয়ে বিপুল পরিমাণ লোকসানে রয়েছে। রেল কর্মকর্তাদের দাবি, পুরো জমি যদি সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারত, তাহলে প্রতিবছর শত কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব হতো।

ভিওডি বাংলা-রাকিবুল ইসলাম রাকিব /জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২