• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাহাত্তরের সংবিধান আমদানি করা সংবিধান : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৭:৪৯ পি.এম.
কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দিচ্ছেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, "বাহাত্তরের সংবিধান একটি দলের সংবিধান ছিল, যা আরেকটি দেশ থেকে আমদানি করা হয়েছে। এই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না।"

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আজ এই মঞ্চ থেকে মুজিববাদী সংবিধান ভেঙে ফেলার ঘোষণা দিচ্ছি। এ সংবিধানের পরিবর্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো একটি নতুন সংবিধান চাই।’

হতাশা প্রকাশ করে সারজিস আলম বলেন, “পাকিস্তানের অধীনে ২৩ বছর ছিলাম—অধিকার পাইনি। স্বাধীন বাংলাদেশেও ৫৪ বছর পার হয়ে গেছে, এখানেও অধিকার পাইনি। এক বছর আগে এই শহীদ মিনার থেকেই হাসিনার পতনের ডাক দিয়েছিলাম, কিন্তু আজও আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি।”

তিনি বলেন, ‘আজকের এই সমাবেশে এক বছর আগের আন্দোলনে নিহত ভাইদের পরিবার উপস্থিত আছেন। আমরা শহীদদের হত্যার বিচার চাই। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংগ্রাম কেবল ২০২৪ সালের নির্বাচনের জন্য নয়। আমরা সেই চক্রের বিচার চাই, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ২০১৩ সালে শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে।‘

জঙ্গিবাদ প্রসঙ্গে সারজিস বলেন, ‘আমরা বাংলাদেশে জঙ্গিবাদ বরদাশত করব না। তবে জঙ্গি নাটকও মানি না। সিভিল সোসাইটি নামধারী দালালদেরও আর এই দেশে জায়গা দেওয়া যাবে না।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে- সাইফুল হক
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে- সাইফুল হক
জামায়াত নিষিদ্ধ: প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম
জামায়াত নিষিদ্ধ: প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম
নতুন বাংলাদেশে লুটপাট তন্ত্র চলবে না: আখতার
নতুন বাংলাদেশে লুটপাট তন্ত্র চলবে না: আখতার