• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের তারিখ, সময় ও স্থান প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের নির্ধারিত তারিখ, সময় ও স্থান প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে  আজ রোববার (৩ আগস্ট) বিকেলে  এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায়, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।

ফেসবুক পোস্টে বলা হয়: ছত্রিশ জুলাই-গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট সরকার। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। দেশের বহু প্রান্তে আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।

এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে জাতির আকাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করা হবে। এই উপলক্ষে দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

অনুষ্ঠানের শিরোনাম ‘৩৬ জুলাই উদ্যাপন’। দিনব্যাপী এই আয়োজনে থাকবে নানা অনুষ্ঠান।

অনুষ্ঠানসূচি (৫ আগস্ট ২০২৫): বেলা ১১টা: অনুষ্ঠান উদ্বোধন, বিকেল ৫টা: ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ ও রাত ৮টা: আর্টসেল-এর গান পরিবেশন।

আয়োজনে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (ব্যবস্থাপনায়),  বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় (সহযোগিতায়), প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার এক ফেসবুক পোস্টে লেখেন:

‘আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল পাঁচটায় গণ-অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।’

জানা গেছে, বিএনপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ও অংশীদারদের মতামত নিয়ে এই ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দানেও একমত হয়েছে অংশীজনরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন
নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা