• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

পাংশায় বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০৯:০৪ পি.এম.

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নওলামারী খাপালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও মৃত আরিফ মোল্লা'র ছেলে তামিম মোল্লা (১৫)। নিহত আরিফ নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের ছেলে আজিম প্রামানিক (১৬)। সে এবছরই এসএসসি পরীক্ষা দিয়েছেন। একই হাফিজুল প্রামানিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন (১৪), ও নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪)।

হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের মা ফিরোজা খাতুন জানান, “আমার ভাবী আনোয়ারা বেগম সকালে পাট জাগ দেওয়ার জন্য আমার ছেলে সৌরভ, তার ছেলে আজিম, প্রতিবেশী তামিম এবং হোসাইনকে নিয়ে নওলামারী খাপালে পাট জাগ দিতে গিয়েছিলেন। সেখানে বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।”

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরতদের মাধ্যমে জানা যায়, “বজ্রপাতের আঘাতে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত