• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি: সারজিস

   ২ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

দেশ নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। কাঙ্ক্ষিত বাংলাদেশ যেন না হয় সেজন্য অনেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, দুর্নীতিবাজ সুবিধাভোগীরা আমাদের ওদের মত করে বাংলাদেশ দেখাতে চায়। এই জুলাইয়ে কার কতটুক ভূমিকা তা নিয়ে আলোচনার কথা ছিল না। এছাড়া যে বিভাজন তৈরি করছি সেটাও প্রত্যাশিত না। যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা একবছরে পূরণ হবে না।

সারজিস বলেন, আমরা নিজেদের জায়গা থেকে যতই সাধু সাজার চেষ্টা করি না কেন আমরা কেউই নিজ নিজ দায়িত্ব পালন করি না। আমিও আমার দায় স্বীকার করে নিচ্ছি। যে দেশ আমরা পেতে চাই সেটা পেতে সময় লাগবে।

তিনি বলেন, হাসিনা যে সিস্টেমে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা আর কেউ করতে পারবে না। আগামীর বাংলাদেশে নীতি নির্ধারণ হবে তরুণ প্রজন্মের মতামতের উপর ভিত্তি করে। আহত যোদ্ধা ও শহীদ পরিবারের অবস্থা ভাল নেই। তাদের যে সেবা পাওয়ার কথা ছিল সেটা তারা পাচ্ছে না। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করবেন।

উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন, উপদেষ্টাদের বলবো নিজের মন্ত্রণালয়ের তরফ থেকে অল্প কিছু মানুষের দায়িত্ব নেন। লোক দেখানো ২০-৩০ হাজার টাকা দেয়ার দরকার নেই।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোটের আইনি ভিত্তি নেই: রিজভী
গণভোটের আইনি ভিত্তি নেই: রিজভী
মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল
মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল
নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা
নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা