• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাদুল্লাপুরে কৃষি জমিতে বকের ঝাঁক, পথচারীরা মুগ্ধ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০১:১৩ পি.এম.
এক ঝাঁক বক-ভিওডি বাংলা

অল্প পানিতে সবুজ ঘাস উঁকি মারছে। নিভৃত গ্রামাঞ্চল ও বসতবাড়ির অদূরে কৃষি মাঠ। এ মাঠে রয়েছে অজস্র পোকামাকড়।

একইসাথে স্বল্প সংখ্যক দেশীয় প্রজাতির ছোট মাছও ছোটাছুটি করছে । আর এখানে আনাগোনা বেড়েছে সাদা বকের ঝাঁকেরও। হাপুস-হুপুস করে এসব কীটপতঙ্গ ও মাছগুলো আহার করছে এক ঝাঁক বক। হঠাৎ করে এ ধরনের চমৎকার দৃশ্য দেখে মুগ্ধ পথচারীরা। একইসাথে উচ্ছ্বসিত কৃষকরাও।

গতকাল শুক্রবার (১ আগস্ট) এ ধরনের এক অপরূপ চিত্র দেখা গেছে-সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে। এ গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তার ধারে খাসবিল নামক স্থানে দলবেঁধে ছুটে আসছে অসংখ্য সাদা বক।

খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে গাইবান্ধার ফসলি মাঠ থেকে বোরো ধান সংগ্রহ করেছেন প্রান্তিক কৃষকরা। প্রায় মাস দেড়েক আগে এ ধান ঘরে তোলার পর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কৃষি মাঠ। 

বর্ষাকালের এ মাঠ এখন আগাছার দখলে। এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে অল্প পানিতে কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন রোপা আমন চাষাবাদের। এ মুহূর্তে ফসলি মাঠে অবস্থান করছে সাদা বকের দল। 

এছাড়া হালচাষ করা জমি থেকে বেরিয়ে আসা কীটপতঙ্গ খেতেই দলবদ্ধভাবে ছুটছে অসংখ্য বক।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রামীণ জনপদে সাদা বক অতি পরিচিত পাখি। বিশেষ করে বর্ষা মৌসুমে মাঠের খাল-বিলে এই পাখির অবাধ বিচরণ দেখা যায়। তবে আগের তুলনায় সংখ্যায় এরা অনেক কম। এসব পাখি কেউ যেন শিকার না করে, এ ব্যাপারে সবাইকে আন্তরিক থাকা দরকার।’

ভিওডি বাংলা-  ইমন মিয়া/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য