গুলিস্তানে সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


ঢাকার গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পাওয়ার পর সকাল ১০টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর পর্যায়ক্রমে আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এর মধ্যে ৯টি ইউনিট সক্রিয়ভাবে কাজ করে, এবং ২টি ইউনিট স্ট্যান্ডবাইয়ে ছিল।
আরও পড়ুন: গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
ঘটনার সময় মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং অনেক ব্যবসায়ী ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।
ভিওবি বাংলা/জা
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষ …

রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের …

ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র্যালিতে ছাত্রশিবিররা
ফ্যাসিবাদের পতন এবং গণভবনের ফতহের এক বছর পূর্তি উপলক্ষে আজ …
