• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১১:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্প্রতি লন্ডনের একটি লোকাল বাসে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মতো বাসে চলাচল করায় নেটিজেনরা তারেক রহমানের সরল জীবনধারা ও বিনয়ের প্রশংসা করছেন।

স্থানীয় সময় ১ আগস্ট (শুক্রবার) তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে মোবাইল হাতে অপেক্ষা করছেন তারেক রহমান। তার পরনে ছিল হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট এবং সাধারণ স্নিকার্স।

অন্য এক ছবিতে দেখা যায়, তিনি লাল রঙের ডাবল-ডেকার লোকাল বাসে অন্যান্য যাত্রীদের সঙ্গে উঠে যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো শেয়ার করে বলা হয়, ‘আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন। যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।’

একজন ব্যবহারকারী মোহাম্মদ শামসুদ্দিন মন্তব্য করেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের প্রাণ।’ অপরজন মোশারফ লেখেন, ‘তরুণ যুবকের আইডল।’

বিএনপির মিডিয়া সেলে ছবিগুলো পোস্ট হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই তাতে প্রায় ৩৮ হাজার প্রতিক্রিয়া, ৪ হাজার ৩০০-এর বেশি মন্তব্য এবং ৫ হাজার ৭০০ বারের বেশি শেয়ার হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের