• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৩

আন্তর্জাতিক ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১০:৩৩ এ.এম.
২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন -ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় বুধবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৫৫৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩২ জনে। আহত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক হতাহত আটকা পড়ে আছেন। তবে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। গত শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ৫৩ জন নিহত এবং ৪০০ জন আহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হন। এরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

চলমান অভিযানের দ্বিতীয় দফা শুরু হয় গত ১৮ মার্চ, যা এখন পর্যন্ত চার মাস ধরে চলছে। এ দফায় নিহত হয়েছেন আরও ৯ হাজার ১৬৩ জন এবং আহত হয়েছেন প্রায় ৩৫ হাজার ৬০০ জন ফিলিস্তিনি।

ধারণা করা হচ্ছে, হামাসের হাতে নেওয়া ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করার পরিকল্পনা রয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন- হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করা না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে একটি মামলাও চলমান রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০