• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্প রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১০:১৭ এ.এম.
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ও সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের জবাবে দু’টি পারমাণবিক সাবমেরিনকে ‘যথাযথ অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, মেদভেদেভের বক্তব্য একটি ‘গুরুতর হুমকি’, যা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিতে পারে। তিনি বলেন, ‘আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তবে ট্রাম্প স্পষ্ট করেননি তিনি পরমাণু অস্ত্রধারী নাকি পরমাণু চালিত সাবমেরিন পাঠিয়েছেন।

এর আগে মেদভেদেভ ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে সময়সীমা নির্ধারণ ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকির জবাবে ‘ডেড হ্যান্ড’ নামের স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার কথা উল্লেখ করে পাল্টা হুমকি দেন। তিনি বলেন, ‘প্রতিটি নতুন আল্টিমেটাম যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।’

মেদভেদেভ ট্রাম্পের হুমকিকে ‘নাটকীয়’ ও অকার্যকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া এসব পাত্তা দেয় না।’

ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট একটি হুমকি দিয়েছেন। আমরা সেটিকে গুরুত্ব দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

ঘটনার পরপরই মস্কোর শেয়ারবাজারে দরপতন লক্ষ্য করা গেছে। তবে ক্রেমলিন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ট্রাম্প ও মেদভেদেভ সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে একে অপরকে লক্ষ্য করে ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। এ বিতর্ক শুরু হয় যখন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেন এবং যুদ্ধ বন্ধে একাধিকবার আল্টিমেটাম দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়
বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন