• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ট্রাম্প রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১০:১৭ এ.এম.
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ও সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের জবাবে দু’টি পারমাণবিক সাবমেরিনকে ‘যথাযথ অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, মেদভেদেভের বক্তব্য একটি ‘গুরুতর হুমকি’, যা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিতে পারে। তিনি বলেন, ‘আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তবে ট্রাম্প স্পষ্ট করেননি তিনি পরমাণু অস্ত্রধারী নাকি পরমাণু চালিত সাবমেরিন পাঠিয়েছেন।

এর আগে মেদভেদেভ ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে সময়সীমা নির্ধারণ ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকির জবাবে ‘ডেড হ্যান্ড’ নামের স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার কথা উল্লেখ করে পাল্টা হুমকি দেন। তিনি বলেন, ‘প্রতিটি নতুন আল্টিমেটাম যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।’

মেদভেদেভ ট্রাম্পের হুমকিকে ‘নাটকীয়’ ও অকার্যকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া এসব পাত্তা দেয় না।’

ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট একটি হুমকি দিয়েছেন। আমরা সেটিকে গুরুত্ব দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

ঘটনার পরপরই মস্কোর শেয়ারবাজারে দরপতন লক্ষ্য করা গেছে। তবে ক্রেমলিন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ট্রাম্প ও মেদভেদেভ সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে একে অপরকে লক্ষ্য করে ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। এ বিতর্ক শুরু হয় যখন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেন এবং যুদ্ধ বন্ধে একাধিকবার আল্টিমেটাম দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় হত্যার লাইভ, ক্ষুব্ধ আর্জেন্টাইনরা
সোশ্যাল মিডিয়ায় হত্যার লাইভ, ক্ষুব্ধ আর্জেন্টাইনরা
অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা স্থগিত
শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা