মার্কিন সামরিক বিমানে ৩৯ বাংলাদেশি ঢাকায়


যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে একটি মার্কিন সামরিক বিমানে তারা ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, মোট ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছিল। তবে পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে ৩০-৩৯ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে অনেকে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হলেও, বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে মানবিক আচরণ বজায় রাখা হয়েছে।
বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ফেরত পাঠানোর সময় মানবিকতা বজায় রেখেছে এবং কারও হাতে হাতকড়া পরানো হয়নি। এ প্রক্রিয়ার আওতায় অতীতে আরও ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
এ ঘটনা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ধারাবাহিক অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যার ফলে প্রতি মাসেই কিছু বাংলাদেশিকে দেশে ফিরতে হচ্ছে।
ভিওডি বাংলা/জা