• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আটক ১৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে মেহেরপুর সীমান্তে এ হস্তান্তর সম্পন্ন হয়।

মুজিবনগর উপজেলার বেলতলা সীমান্তের ১০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারে পতাকা বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার তাপস কুমার। বিএসএফের পক্ষে ছিলেন ১৬১ ব্যাটালিয়নের হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ধর্মেন্দ্র।

ফেরত পাওয়া ১৭ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ শিশু রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে দালালদের প্ররোচনায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে বিএসএফ তাদের আটক করে।

বিজিবি জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদের ভারতে প্রবেশের পেছনে জড়িত দালাল চক্রের সন্ধানও চালানো হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০