• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৯:২০ পি.এম.
প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতে আগ্রহীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আগামী ১০ আগস্ট থেকে নতুন ফি কার্যকর হবে। তবে ভারত সরকার এখনও বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভিসা ফি নিচ্ছে না।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০ আগস্ট ২০২৫ থেকে বাংলাদেশে জমা দেওয়া ভারতীয় ভিসা আবেদনের জন্য নতুন প্রসেসিং ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। এই ফি সব ধরনের খরচসহ প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছরে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই ফি বৃদ্ধি করা হয়েছে। আইভ্যাক কর্তৃক আরোপিত এই ফি মূলত ভিসা আবেদনের সার্ভিস চার্জ হিসেবে গ্রহণ করা হবে।

আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর এবারই প্রথমবার ভিসা প্রসেসিং ফি বাড়ানো হলো। সেবার মান, অবকাঠামো ও সুবিধা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভারত সরকার বিদ্যমান নীতি অনুসারে বাংলাদেশের নাগরিকদের জন্য এখনো কোনো ভিসা ফি নিচ্ছে না। অর্থাৎ, ভিসার মূল ফি এখনও বিনামূল্যে থাকছে, এই প্রসেসিং ফি শুধুমাত্র আবেদন ব্যবস্থাপনার খরচ হিসেবে ধরা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর