• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল

বিনোদন ডেস্ক    ৩১ জুলাই ২০২৫, ০৬:০৩ পি.এম.
শান্তা পাল । ছবি : সংগৃহীত

ভারতের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। যাদবপুর এলাকা থেকে তাকে আটক করে পার্কস্ট্রিট থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ডসহ একাধিক নথি। ঘটনা তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই কলকাতার বিক্রমগর এলাকার একটি ফ্ল্যাট থেকে শান্তা পালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে ২০২৩ সাল থেকে ভাড়া থাকছিলেন এবং বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন।

এই অসঙ্গতি থেকেই পুলিশের সন্দেহ জাগে। পরে তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং বিমান সংস্থার একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।

শান্তা পালের কাছ থেকে প্রাপ্ত ভারতীয় পরিচয়পত্রগুলো (আধার ও ভোটার কার্ড) আসল না নকল, তা যাচাই করছে পুলিশ। এ সংক্রান্ত তথ্য জানতে UIDAI ও ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

খাদ্য দপ্তরের কাছ থেকেও রেশন কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে, যাতে জানা যায় কোন নথির ভিত্তিতে তিনি এইসব পরিচয়পত্র পেয়েছেন।

জানা গেছে, কলকাতায় অ্যাপ-ভিত্তিক ক্যাব চালানোর ব্যবসার আড়ালে তিনি অবস্থান করছিলেন। সেই সূত্র ধরেই পুলিশের নজরে আসেন।

শান্তা পাল প্রথম বড় পর্দায় আসেন ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি তামিল সিনেমা ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেন, যা পরিচালনা করেন বিশ্বনাথ রাও।

শান্তা পাল বাংলাদেশের নাগরিক। তার বিরুদ্ধে জাল পরিচয়পত্র তৈরি ও অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একাধিক বাংলাদেশি ও ভারতীয় পরিচয়পত্র পাওয়ায় তার বিরুদ্ধে জালিয়াতির মামলাও হতে পারে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মর্মাহত বিজয়, বিশেষ অনুরোধ কমল-রজনীকান্তের
মর্মাহত বিজয়, বিশেষ অনুরোধ কমল-রজনীকান্তের
এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে
এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান