কাটা ফল কতক্ষণ পর্যন্ত খাওয়া নিরাপদ?


ফল সুস্থ শরীরের জন্য অপরিহার্য। কিন্তু অনেকেই ফল কেটে রেখে পরে খান, যা হতে পারে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কাটা ফল কতক্ষণ নিরাপদভাবে খাওয়া যায়, তা নিয়ে জানুন বিশদে।
অনেকেই সকালের নাশতা, দুপুরের খাবার কিংবা বিকেলের নাশতায় ফল খেয়ে থাকেন। কেউ গোটা ফল খান, কেউ ছোট ছোট টুকরো করে। তবে অনেক সময় দেখা যায়, কাটা ফল শেষ না করে ফ্রিজে রেখে দেন পরে খাওয়ার জন্য।
প্রশ্ন জাগে, এই কাটা ফল কতক্ষণ পর্যন্ত খাওয়া নিরাপদ? পুষ্টিবিদদের মতে, ফল কাটার ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই খেয়ে ফেলা উচিত। কারণ, ফল একবার কেটে ফেললে তাতে পুষ্টিগুণ কমে যেতে শুরু করে এবং ব্যাকটেরিয়া জমার আশঙ্কা থাকে।
কী কী সমস্যা হতে পারে কাটা ফল রেখে দিলে?
অক্সিডেশন শুরু হয়:
ফল কেটে রাখলে বিশেষ করে ভিটামিন সি দ্রুত নষ্ট হয়ে যায়। যেমন, আপেল বা কলা কেটে রাখলে তা কয়েক মিনিটের মধ্যেই বাদামি হয়ে যায়, যা অক্সিডেশনের লক্ষণ।
ব্যাকটেরিয়া বেড়ে যায়:
কাটা ফলে থাকা আর্দ্রতা ও প্রাকৃতিক চিনি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। ফলে দেরিতে খাওয়া ফল হতে পারে পেট খারাপ বা ফুড পয়জনিংয়ের কারণ।
স্বাদ ও গন্ধ নষ্ট হয়:
ফল টাটকা না থাকলে তার স্বাদ ফিকে হয়ে যায়, গন্ধও পরিবর্তিত হয়, যা খাওয়ার রুচিও কমিয়ে দেয়।
- কী করবেন?
যদি সঙ্গে সঙ্গে ফল খাওয়া সম্ভব না হয়, তবে তা এয়ারটাইট কনটেইনারে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন। - ফলের সালাদে লেবুর রস ছিটিয়ে দিলে তা কিছুটা সময় টাটকা থাকবে।
- তবে চেষ্টা করুন, কাটা ফল ১-২ ঘণ্টার মধ্যে খেয়ে ফেলার।
- বিশেষ করে রাতে কেটে রাখা ফল সকালে খাওয়া একেবারেই উচিত নয়। এতে পেটব্যথা বা বিষক্রিয়ার ঝুঁকি থাকে।
স্বাস্থ্য ভালো রাখতে ফল খেতেই হবে, তবে তা যেন টাটকা অবস্থায় হয়। প্রয়োজন না হলে ফল কেটে রাখবেন না। কেটে রাখলে দ্রুত খেয়ে ফেলার অভ্যাস গড়ে তুলুন।
ভিওডি বাংলা/ডিআর