• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৩:৫৭ পি.এম.
বাংলাদেশ ব্যাংক ভবন। ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগে স্থবিরতা দূর করতে এই নীতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতির ঘোষণা দেবেন। এ সময় তিনি চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ এবং সার্বিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আগের মুদ্রানীতির ফলাফল ব্যাখ্যা করবেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। তখন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছিলেন, –২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির বছর নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের জুন থেকে নীতিগত সুদের হার কমানো শুরু হবে।

বিগত সরকার আমলে লাগামহীন মূল্যস্ফীতির প্রেক্ষাপটে তখনকার গভর্নর আব্দুর রউফ তালুকদার একাধিক দফায় নীতিগত সুদের হার বাড়ান। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও সেই কৌশল অব্যাহত থাকে। ফলে মুদ্রানীতির কড়াকড়ি মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়ে।

উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের মাঝে ভয় ও অনীহা সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নেওয়ার আগ্রহ হারিয়েছেন, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বর্তমানে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা ও মন্দার ছায়া স্পষ্ট হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, নতুন মুদ্রানীতিতে সুদের হার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সুসমন্বয় করতে না পারলে সামগ্রিক অর্থনীতির পুনরুদ্ধার আরও কঠিন হয়ে পড়বে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া
পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া
গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন
গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে স্মরণসভা অনুষ্ঠিত
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে স্মরণসভা অনুষ্ঠিত