লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা


কারিগরি ত্রুটির কারণে লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটির শুরুতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোলের বরাত দিয়ে জানিয়েছে, লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা ‘কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে’। ইউরোকন্ট্রোলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সমস্যা আজ স্থানীয় সময় বিকেলে শুরু হয়েছিল।
ব্রিটেনের আকাশসীমার দায়িত্বে থাকা বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ন্যাটসের একজন মুখপাত্র ‘কারিগরি ত্রুটির’ বিষয়টি স্বীকার করেছেন। তবে কখন এই সমস্যা ঠিক হবে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
তিনি বলেন, ‘ন্যাটসের সোয়ানউইক বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে লন্ডনের সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সীমিত করা হচ্ছে।’
মুখপাত্র আরও বলেন, ‘এই সমস্যার কারণে কারও ফ্লাইট বিলম্ব হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের প্রকৌশলীরা যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এ মুহূর্তে আমরা বলতে পারছি না কতক্ষণ পর কার্যক্রম স্বাভাবিক হবে। আপনার ফ্লাইটের অবস্থা জানতে অনুগ্রহ করে আপনার বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।’
ক্ষতিপূরণ না দিলে পরমাণু আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু …

ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। …
