• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চরমোনাই পীর

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো

নড়াইল প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৫ পি.এম.
পীর সাহেব চরমোনাই। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন ঐক্যমতের কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, –আমরা ইসলামের বাক্সে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছি। ইসলামী দলগুলিও এই বিষয়ে একমত।

বুধবার (৩০ জুলাই) বিকেলে নড়াইলের পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চে ইসলামী আন্দোলনের জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, –পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিও জানিয়েছি। কিন্তু একটি দল আমাদের নিয়ে অহেতুক আলোচনা-সমালোচনা করছে। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতা ও দেশের কল্যাণে।

তিনি আরও বলেন, –ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অনেকে মিথ্যা কথা বলছে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আপনি মিথ্যা কথা বলে কবিরা গুনাহ করছেন। ৫ আগস্টের পর সুন্দর একটি দেশ গড়ার পরিস্থিতি তৈরি হবে। আসুন, আমরা ইসলামী দলগুলোর পক্ষ নিয়ে দেশের কল্যাণে কাজ করি।

জনসভায় মূল দাবি ও বক্তব্যসমূহ:

  • প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার
  • গণহত্যার বিচার
  • পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন
  • সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
  • দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, জামায়াতের জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মহসিনুদ্দীন প্রমুখ।

সভা শেষে নড়াইলের দুটি আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর চরমোনাই পীর শহরের একটি মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- আমীর খসরু
দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- আমীর খসরু
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল